ফতুল্লায় ধলেশ্বরীতে ট্রলার ডুবিতে মা-মেয়েসহ ৫ জনের মরদেহের সন্ধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩১:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রলারডুবির ঘটনার পাঁচজনের মরদেহ নদীতে ভেসে উঠেছে। ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনার পাঁচ দিনের মাথায় নারী, শিশু সহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ ও কোস্টগার্ড। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন পাঁচ জন।
ধর্মগঞ্জ এলাকার নদী থেকে সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ জেসমিন ও তার মেয়ে তাসনিম এবং বক্তবলী এলাকা থেকে ভাসমান অবস্থায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জানান, ট্রলার ডুবির ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দুটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীরা খবর দেয়। পরে, মরদেহ উদ্ধার করা হয়। একই পরিবারের নিখোঁজ চারজনের মধ্যে দুইজন ও আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। ৫ম দিনের মতো উদ্ধার অভিযান শেষ করা হয়েছে।