ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে নিহত একজন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশা থেকে পড়ে নিহত হয়েছেন একজন। দিনাজপুরের বীরগঞ্জে মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরোহীর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী-স্ত্রী পরিচয়ে দু’জন যাত্রী সাইনবোর্ডের দিকে রওনা হন। মাঝপথে দু’জনের বাগবিতন্ডা শুরু হয়, এসময় দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা ধাক্কা দিলে ওই ব্যক্তি চলমান আরেকটি কাভার্ডভ্যানের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর স্ত্রী দ্রুত পালিয়ে যায়। কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এদিকে, দিনাজপুরের বীরগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জিয়াউর রহমান জিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা-পঞ্চগড় মহাসড়কের শালবাগানে এই দূর্ঘটনা ঘটে।