ফরিদপুরে অতিরিক্ত খরা আর অনাবৃষ্টিতে পাটগাছ শুকিয়ে খড়ি
- আপডেট সময় : ০৫:৩৮:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে এ বছর বেড়েছে পাটের আবাদ। মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকুল থাকায় আবাদ হয়েছে ব্যাপক। তবে বীজ বপন এবং চারা বেড়ে ওঠার পরই অনাবৃষ্টি আর অতিরিক্ত খড়ায় পাট শুকিয়ে খড়ি হতে থাকে। এরমধ্যই পাট কাটা শুরু হলেও জাক দিতে পর্যাপ্ত পানি পাচ্ছেনা কৃষক। ফলে ফলন বিপর্যয়ে দিশেহারা চাষীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, দেশের পাট উৎপাদনকারী জেলা গুলোর মধ্যে অন্যতম ফরিদপুর। এবছর জেলায় ৮৭ হাজার হেক্টর জমিতে
পাট আবাদ হয়েছে। যা গতবারের চেয়ে প্রায় ৫শ হেক্টর বেশী। মান ভাল হওয়ায় সব সময়ই ফরিদপুর জেলার পাটের চাহিদা বেশী। তবে শ্রমিক সংকটে এ বছর মাঠ থেকে পাট কাটতে বেগ পেতে হয় চাষীদের।
এদিকে, অতিরিক্ত খড়া আর অনাবৃষ্টির কারণে পাটের গোড়া শক্ত হয়ে পাটগাছ শুকিয়ে খড়ি হতে থাকে। ফলে পাটের ফলন বিপর্যয়ে লোকসানের চিন্তায় দিশেহারা কৃষক। ধার-দেনা করে পাট আবাদ করে এখন উদ্বিগ্ন চাষীরা।
কৃষি কর্মকর্তা ড. হযরত আলী জানান, অতিরিক্ত খড়া আর অনাবৃষ্টির কারণে পাটের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে স্থানীয় কৃষি বিভাগ কৃষকদের পাশে থাকবে। পাশাপাশি এমন দূর্যোগে কিভাবে পাট কাটা এবং জাক দিতে হবে তাও চাষীদের অবহিত করা হবে।
ফরিদপুরে এবছর প্রায় ৮৭ হাজার ৫’শ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছে। যা থেকে প্রায় সাড়ে ৯ লক্ষ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ।