ফরিদপুরে অন্তস্বত্তা গৃহবধু হত্যা মামলায় রায়ে স্বামীর ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০৫:৫৮:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের অন্তস্বত্তা গৃহবধু ফরিদা হত্যা মামলায় স্বামী সরোয়ার শেখকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় আদেশে মামলায় অপর ৩ আসামিকে খালাস করে দেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবি। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৬ জুলাই মধুখালীর নওপাড়া গ্রামের গৃহবধু ফরিদা বেগমকে যৌতুকের দাবিতে মারধর করতো স্বামী সরোয়ার শেখ। পরে ওই বাড়ি থেকেই ফরিদার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, মাদারীপুরের শিবচরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ২৫ বছর পর মামলার রায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন। মামালার বিবরণে জানা যায়, ১৯৯৬ সালের ৫ ডিসেম্বর রায়েরকান্দি গ্রামের গোবিন্দ চন্দ্র পাল বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রী মিলানী রানী পালকে। ঘটনার পরদিন শিবচর থানার এসআই আব্বাস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে হত্যা মামলা করে।