ফরিদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ফরিদপুর শহরে মামুদপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল গোপন তথ্যের ভিক্তিতে ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের পক্ষ থেকে দুপুরে এ সংক্রান্ত প্রেস ব্রিফিং করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ডিবির একটি টিম মামুদপুর এলাকার জনৈক গোলাম মোস্তফার বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ী তল্লাসী করে ৪ রাউন্ড গুলিসহ একটি অত্যাধুনিক পিস্তল, একটি দেশীয় ওয়ান স্যুটার গান, ২টি ছোরা, ১টি রামদা, ২টি তলোয়ার,৮ বোতল ফেনসিডিল এবং মাদক বিক্রির ১লাখ ৩০হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী গোলাম মোস্তফা ও তার স্ত্রী শ্যামলী রোকসানাকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, আসামীরা জিজ্ঞাসাবাদে জানান, দীর্ঘদিন ধরে তারা মাদকব্যবসা করে আসছিলেন। এ বিষয়ে কোতয়ালী থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা হয়েছে।