ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ লক্ষমাত্রা ছাড়িয়েছে
- আপডেট সময় : ০২:৩০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ফরিদপুরে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ লক্ষমাত্রা ছাড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। কম খরচে বেশি উৎপাদন এবং লাভজনক হওয়ায় জেলায় দিনকে দিন বেড়েই চলেছে সরিষার আবাদ। তবে, বাজারে সঠিক দাম না পাওয়ায় হতাশ কৃষক।
ফরিদপুরে এবছর আট হাজার আট’শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। লক্ষমাত্রার চেয়েও পাঁচ’শ হেক্টর বেশি। এ থেকে প্রায় ২০হাজার মেট্রিক টন সরিষা উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ করা হয়। এখন চারিদিকে শর্ষে ফুলে সেজেছে বিস্তীর্ন মাঠ। দৃষ্টিসীমা জুড়ে শুধুই হলুদের সমারোহ। মৌমাছির আনাগোনা আর প্রকৃতিপ্রেমিদের আনন্দ-উচ্ছ্বাস বেড়েছে।
তবে, বাড়তি উৎপাদন খরচ ও সরিষার ভালো দাম না পাওয়ায় হতাশ কৃষক। এরকম হলে আগামিতে আবাদ কমে যাবে বলে জানায় চাষিরা। আবাদ বাড়াতে কৃষককে সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান, কৃষি কর্মকর্তা। মসলা জাতীয় এ ফসল উৎপাদনে আরো বেশি সচেষ্ট হতে হবে বলে মনে করে চাষিরা।