ফরিদপুরে বজ্রাঘাতে মাদরাসার ২১ ছাত্র আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪
- / ১৯৪৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় বজ্রাঘাতে মাদরাসার ২১ ছাত্র আহত হবার হওয়ার খবর পাওয়া গেছে। গেল সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনা তুল উলুম মাদরাসায় ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১১ জন ছাত্রকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। হঠাৎ মাদরাসার মাঠে বিকট শব্দে বজ্রাঘাত হলে ভয় আর আতঙ্কে ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়। আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।