ফরিদপুরে বিএনপি ও যুবলীগের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিএনপি ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। বরগুনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের সময় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। এসময় আহত হন বেশ কয়েকজন।
বিকেলে ফরিদপুর শহরের কোর্টপাড়া এলাকায় জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কোর্ট চত্বরে সমাবেশের চেষ্টা করলে প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপনকে আটকের চেষ্টা করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে, বিএনপি সমাবেশ শুরু করলে যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের সময় শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। বিকেলে উপজেলার সিএন্ডবি রোডে এ ঘটনা ঘটে। বরগুনা-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। এতে মনিসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন।