ফরিদপুরে হঠাৎ করে পদ্মা নদীর ভাঙ্গন
- আপডেট সময় : ০৮:১২:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
ফরিদপুরে হঠাৎ করে পদ্মা নদীর ভাঙ্গন শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় নদীগর্ভে বিলীন হয়েছে ৩শ’ বর্গমিটার ফসলী জমি। হুমকির মুখে রয়েছে ২ ইউনিয়নের কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র সেতু, শহর রক্ষা বাঁধ, বসত ভিটা, মসজিদ-মাদ্রাসা, স্কুল, বাজারসহ বহু স্থাপনা। তবে নদী ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক।
হঠাৎ করে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নে ভাঙ্গন শুরু হয়েছে। মুহুর্তের মধ্যে ভাঙ্গনের ভয়াবহতায় বিলিন হয়ে যায় প্রায় ৩শ’ মিটার এলাকা। এসময় ভাঙ্গনের কারণে কয়েকশ মিটার ফসলী জমিও পদ্মা নদীতে বিলিন হয়ে গেছে। হঠাৎ করে ভাঙ্গন দেখা দেয়ায় ঝুঁকির মধ্যে রয়েছে শহররক্ষা বাঁধ, বসত ভিটা, স্কুল, মসজিদ-মাদ্রসা, বাজারসহ সরকারী-বেসকারী বহু স্থাপনা। তাছাড়া ভাঙ্গনের মুখে ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র ব্রিজটিও। ভাঙ্গনের তীব্রতা বাড়তে থাকায় আতংকের মধ্যে দিন কাটাচ্ছে নদী তীরবর্তী কয়েক হাজার মানুষ।
এদিকে ইউনিয়ন দুটির লাখো মানুষকে ভাঙ্গনের হাত থেকে রক্ষায় সরকারী সহযোগীতা চাইলেন দুই স্থানীয় ইউপি চেয়ারম্যান।
পদ্মানদীর ভাঙ্গনের খবর শোনার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেন, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এসময় নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে দ্রুত ভাঙ্গন রোধের আশ্বাস দেন জেলা প্রশাসক।
পদ্মার পাড়ের লাখো মানুষের আশ্রয়স্থল রক্ষায় ভাঙ্গন রোধে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে এমনটাই প্রত্যাশা ফরিদপুরবাসীর।