ফরিদপুরের মাঝকান্দি ও ভাঙায় সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
ফরিদপুরের মাঝকান্দি ও ভাঙায় সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৯ জন।
সকালে মধুখালি উপজেলার মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা এবং পুলিশ জানায়, ভোর সাড়ে ৭টায় ফরিদপুরের মধুখালি উপজেলার মাঝকান্দি এলাকায় খুলনাগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত ১১জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আরও ৪জনকে মৃত ঘোষণা করেন। নিহত ৬জনই মাইক্রোবাসের যাত্রী। আহতদের মধ্যে ৪জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে চিকিৎসক। অন্যদিকে, ভাঙা উপজেলার গোলচত্ত্বর এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয় মাইক্রোবাস। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতদের একজন তিতুমিরের বিবিএ ছাত্র এবং অপরজন এইচ এস সি পরীক্ষার্থী।