ফাইজার-বায়োএনটেকের করোনাভ্যাকসিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ফাইজার-বায়োএনটেকের করোনাভ্যাকসিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ’র ২৩ সদস্যের একটি বিশেষ প্যানেল ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয়া নিয়ে একটি বৈঠক করে। তবে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য এখনো চূড়ান্ত অনুমোদন লাগবে এফডিএ প্রধানের।অনুমোদন দিলে এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে ৬৪ লাখ টিকার ডোজ সরবরাহ করার পরিকল্পনা করছে ফাইজার-বায়োএনটেক। এই ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। ইতিমধ্যে, ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা ও সৌদি আরব।