ফাইভ জিরো ওয়ান ভি-টু নতুন করোনা ভাইরাস বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে
- আপডেট সময় : ০৮:২২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বিশ্বের বিভিন্ন দেশে এবারের শীত মৌসুমে ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে। ফাইভ জিরো ওয়ান ভি-টু নামের নতুন এই করোনা ভাইরাস, ২০১৯ সালে আবিষ্কৃত সাধারণ করোনা ভাইরাসের চেয়ে দ্রুত ছড়িয়ে পড়ছে।
ফলে এবারের দ্বিতীয় ধাপে আগের চেয়েও অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের বাইরে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে করোনার নতুন বৈশিষ্ট্যের ভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। নতুন ধরনের ভাইরাসটির সংক্রমণের ক্ষমতা আগের তুলনায় ৭০ শতাংশ বেশি। তবে, তা আগের প্রজাতির চেয়ে বেশি প্রাণঘাতী নয় বলে মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারলে নিয়ন্ত্রণ সম্ভব বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ অবস্থায় মহামারি ঠেকাতে ফ্লাইটের পাশাপাশি নিজেদের সীমানা বন্ধ করেছে কানাডা, স্পেন, পেরু, ইসরাইলসহ বিভিন্ন দেশ। দক্ষিণ আফ্রিকায় নতুন ধাপে করোনা রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। এই প্রাদুর্ভাবে উল্লেখযোগ্য সংখ্যক নতুন ধরনের করোনা সংক্রমণ চিহ্নিত করার কথা জানিয়েছে দেশটি। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন প্রজাতি পাওয়ায় দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধ করে দিয়েছে ৪০টিরও বেশি দেশ।