সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় নির্মাণাধীন পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ৭ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ইউনিটের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সকাল আগুন লাগলে প্রথমে দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির অবনতি হওয়ায় আরও ৭ ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, গার্মেন্টস ফ্যাক্টরিতে নয়, আগুন লেগেছে গ্যাস লাইনে। ইপিজেড, হাজীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ডেমরা স্টেশনের ৯ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।