ফিফা আন্তর্জাতিক নারী ফুটবলে কাল মালেশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ
- আপডেট সময় : ১০:১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ফিফা আন্তর্জাতিক নারী ফুটবলে কাল মালেশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দু’দল। বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ঘরের মাঠে এবারই প্রথম ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ। তাই জয় দিয়ে ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে চায় দেশের মেয়েরা। এর আগে, মালয়েশিয়ার বিপক্ষে একবারই মুখোমুখি হয় বাংলাদেশ। সেবার সিঙ্গাপুরে ছোটন শিষ্যরা হেরেছিলো ২-১ গোলে। তবে, এবার কোন ভুল করতে চায় না সাবিনা খাতুনরা। মালয়েশিয়া শক্তিশালী প্রতিপক্ষ হলেও ঘরের মাটিতে আত্মবিশ্বাসী পুরো দল। শেষ তিন বছরে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ বিপরীতে দুটি ম্যাচ খেলেছে মালয়েশিয়া। প্যালেসটাইনের সঙ্গে জিতলেও থাইল্যান্ডের কাছে হেরেছে সফরকারীরা। আগামী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে এই প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ।