ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন মেসি
- আপডেট সময় : ০৫:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লিওনেল মেসি। সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও কোচ লিওনেল স্কালোনি। বর্ষসেরা নারী ফুটবলার অ্যালেক্সিয়া পুতেয়াস। সেই সঙ্গে ফিফা বর্ষসেরা ফ্যান অ্যাওয়ার্ডও নিজেদের করে নেয় আর্জেন্টিনার সমর্থকরা।
অবশেষে জাদুকরের হাতেই উঠলো ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। প্যারিসে জমকালো এক অনুষ্ঠানে দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার হিসেবে মেসির নাম ঘোষণা করেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সেখানে কিলিয়ান এমবাপ্পে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে পুরস্কার জিতে নেন মেসি। এর আগে ২০১৯ সালেও পুরস্কারটি জিতেছিলেন তিনি। একইসাথে সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার জিতলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রথম আর্জেন্টাইন কোচ হিসেবে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেন লিওনেল স্কালোনি। পুরস্কার নেয়ার আগে ২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনা কোচের দায়িত্ব নিশ্চিত করেন তিনি। ফিফার বর্ষসেরা গোলরক্ষক পুরস্কারটি পান বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এমিলিয়ানো মার্টিনেজ। এবার ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা ফুটবলার বেছে নেয়া হয়েছে।