ফিলিপাইনে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ফিলিপাইনে বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, রোববার সকালে ৯২ জন আরোহী নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়। সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয় বিমানটি। পুড়ে যাওয়া বিমানটি থেকে এ পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করা গেছে। আহত অবস্থায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। চলছে উদ্ধার অভিযান। জানা যায়, দুর্ঘটনার শিকার বেশিরভাগকেই সামরিক প্রশিক্ষণ শেষে সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়োজিত জয়েন্ট টাস্কফোর্সে যোগ দিতে দ্বীপটিতে পাঠানো হয়েছিল।