ফিলিপিন্সে ঝড় ও বন্যায় মৃ’তের সংখ্যা ৯৮ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
ফিলিপিন্স জুড়ে ক্রান্তীয় ঝড় নালজির প্রভাবে ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে।
দেশটির রাষ্ট্রায়ত্ত দুর্যোগ সংস্থা জানিয়েছে, দক্ষিণের স্বায়ত্তশাসিত অঞ্চল বাংসামোরোতে অর্ধেকেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। আর বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ভূমিধসের কারণে। শেষ খবর পর্যন্ত প্রায় ৬৩ জন নিখোঁজ রয়েছে এবং ৬৯ জন আহত হয়েছে বলে জানা গেছে। ভারি বৃষ্টি ও ঝড়ের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এক কোটি ৩০ লাখ ডলার এবং ফসলের ক্ষতি ছাড়িয়েছে ৭৫ লাখ ডলার। ঝড়টি ঘণ্টায় একটানা সর্বোচ্চ ৯৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে বইছিল যা দমকা হাওয়া আকারে ১৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল।