ফিলিস্তিনি এলাকায় পুলিশের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ ইসরাইলের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনি এলাকায় পুলিশের ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইসরাইল। ফিলিস্তিনে সংঘটিত অপরাধের মাত্রা কমানোর অজুহাতে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।
ইসরাইলি মন্ত্রিসভা গত রোববার পুলিশ বাহিনীর ক্ষমতাবৃদ্ধি সংক্রান্ত একটি বিলের প্রস্তাবণায় অনুমোদন দিয়েছে বলে দেশটির গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে। নতুন উদ্যোগ কার্যকর হলে ওয়ারেন্ট ছাড়াই ফিলিস্তিনিদের ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে ইসরাইলি পুলিশ। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, আদালতের পূর্বানুমতি ছাড়াই ইসরাইলি পুলিশ সন্দেহভাজন কারো বাড়িতে তল্লাশি চালাতে পারবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর বিলটি ইসরাইলি পার্লামেন্টে তোলা হবে। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেলে এটি আইনে পরিণত হবে।