ফিলিস্তিনের পশ্চিম তীরে অনুষ্ঠিত হলো স্থানীয় পৌরসভা নির্বাচন
- আপডেট সময় : ০৮:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলাদলির মধ্যেই দখল করা ফিলিস্তিনের পশ্চিম তীরে অনুষ্ঠিত হলো স্থানীয় পৌরসভা নির্বাচন। শনিবার দেড় শতাধিক স্থানে হয় কাউন্সিলর ভোট। ফিলিস্তিনিরা জানান, দল-মতের প্রভাবমুক্ত যোগ্য প্রার্থীকেই ক্ষমতায় চান তারা। এদিকে, চলতি বছর জাতীয় নির্বাচন বাতিল করায় স্থানীয় পর্যায়ের ভোট বয়কট করেছে স্বাধীনতাকামী রাজনৈতিক সংগঠন হামাস।
১৫৪ পৌর এলাকার ২২০ কাউন্সিলর আসনে প্রার্থী বাছাই করলেন ৪ লাখ ভোটার। অঞ্চলটিতে হামাস-ফাতাহ্’র রাজনৈতিক বিভাজন স্পষ্ট। তবে, সাধারণ জনগণ দল-মতের প্রভাবমুক্ত জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। এক ফিলিস্তিনি নাগরিক বলেন, গণতান্ত্রিক জীবনব্যবস্থা ফিরছে। ভোটের ফলাফলেও এর প্রতিফলন দেখা যাবে। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রতি ক্ষোভ ঝরে পড়েছে ভোটারদের কণ্ঠে। তারা জানান, ভোটের কোনো বিকল্প নেই। পার্লামেন্ট নির্বাচনও এভাবেই অনুষ্ঠিত হবে বলে আশা করে সাধারণ জনগণ। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কোনো অজুহাত দেখিয়ে সেটি বানচাল করবেন না, বলে আশা করে তারা।