ফুটপাতের নির্মাণ সামগ্রী নিলামে তুলে বিক্রি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের
- আপডেট সময় : ০৯:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখায় তা নিলামে তুলে বিক্রি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে তীব্র ক্ষোভ জানিয়েছেন বাড়ি মালিকরা। তাদের দাবি, নির্মাণাধীন ভবনের সামনের জায়গা ব্যবহারের অধিকার রয়েছে। কোনো ধরনের নোটিশ না দিয়ে হঠাৎ এসে মালামাল বিক্রি করে দেয়া অন্যায় ও অনৈতিক। রোববার উত্তরার কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযানে নামেন মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর উত্তরায় ফুটপাত ও সড়কে রাখা নির্মাণ সামগ্রী নিলাম এবং অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
উত্তরার জসীম উদ্দিন মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে ৩ নম্বর সেক্টরের ১০ নাম্বার রোডে ব্যক্তি মালিকানাধীন একটি নির্মানাধীন ভবনের সামনের রাস্তার কিছু অংশে রড, বালু, ইট রাখা ছিলো। প্রায় ১০ লাখ টাকার মালামাল নিলামে ২ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করে ডিএনসিসি।
কোনো ধরনের নোটিশ না দিয়ে হুট করে এসে মোবাইলকেটের নামে এমন অভিযানে ক্ষুব্ধ ভুক্তভোগীরা।
একইসাথে উত্তরায় অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
এসময় ডিএনসিসির মেয়র জানান, যারা সিটি করপোরেশন আইন মানবেন না তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
পুরো উত্তরা এলাকায় ৫ জন ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করছেন। আগামী ৩ দিন টানা অভিযান পরিচালনা করা হবে বলে জানান মেয়র।