ফুল দেয়াকে কেন্দ্র করে নেত্রকোনা-মানিকগঞ্জে সংঘর্ষে আহত ১২
- আপডেট সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবস পালনে নেত্রকানো ও মানিকগঞ্জে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশের বাকী জেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
নেত্রকোণার কলমাকান্দায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিএনপির অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। কলমাকান্দা উপজেলা সদরের ধান মহাল সড়কে শনিবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিএনপির নেতাকর্মীরা উপজেলা পরিষদে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগ কর্মীরা তাদের উপর হামলা চালালে এ দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২ জন আহত হয়। এসময় পুস্পস্তবক অর্পণ করতে আসা বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠানের লোকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে সাটুরিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লালমনিরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।
নানা কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে বিএনপি স্বাধীনতার ৫০বছর পূর্তি পালন করেছে। সকালে আইলপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি তাই সবাইকে সুসংগঠিত হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলনের আহ্বান জানানো হয়।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিজয় পতাকা রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা জাসদের উদ্যোগে বিজয় পতাকা রেলীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে সমাবেশ করে।
সকালে নওগাঁর মুক্তির মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ শেষে খাদ্যমন্ত্রী সাধন চদ্র মজুমদার বলেন, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার গৌরবগাঁথা পৌঁছে দিতে হবে। একদিন তাদের হাত ধরেই এই দেশ সোনার বাংলায় রুপান্তরিত হবে।
নানা আয়োজনে কক্সবাজারে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে শনিবার সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহিদ মিনারে এবং বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান করেন সর্বস্তরের মানুষ।
বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকালে নগরীর ওয়াপদা কলোনী স্মৃতি একাত্তর নির্যাতন কেন্দ্র ফুলের শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ।
বিভাগীয় মহানগরী রংপুরের মডার্ন মোড়স্থ স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অর্জন, বঙ্গবন্ধু’র ম্যূরাল ও কালেক্টরেট সুরভী উদ্যানস্থ ‘শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে’ পুস্পার্ঘ্য অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
যশোরের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখের সমাধিতে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করেন বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে রেলী অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর মাসদাইর ঈদগাহ থেকে বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে রেলীটি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।
এছাড়াও মাদারীপুর, ব্রাহ্মনবাড়িয়া, চুয়াডাঙ্গা, কক্সবাজার, নরসিংদী, রাঙ্গামাটি, শরীয়তপুর, খাগড়াছড়ি, হবিগঞ্জ, যশোর, সাতক্ষীরা, ফেনী, মাগুরা, বরগুনা, গাজীপুর, মানিকগঞ্জ, ঝিনাইদহ ও নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে।