ফুলের গালিচা বানিয়ে গিনেস বুকে জায়গা করে নিয়েছে দুবাই
- আপডেট সময় : ০২:১৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বিশ্বের সবচেয়ে বড় ফুলের গালিচা বানিয়ে গিনেস বুকে জায়গা করে নিয়েছে দুবাই। পাঁচ হাজার ৪২৬ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয় ‘ফ্লাওয়ারস অব টলারেন্স’ নামের এই গালিচা।
জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিয়ো ক্ষুধার লাগি’ দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিয়ো, হে অনুরাগী! পেটের ক্ষুধা মেটাতে যেমন খাদ্যের প্রয়োজন, তেমনই মনের ক্ষুধা মেটাতে ফুলের ভূমিকা অনেক বেশি।
সৌন্দর্যের এই প্রতীকের সবচেয়ে বড় গালিচা তৈরি করে গিনেস বুকে জায়গা করে নিয়েছে দুবাইয়ের ‘ফ্লাওয়ারস অব টলারেন্স’।
গেল শুক্রবার দুবাই উৎসবে ৫ হাজার ৪২৬ দশমিক ৬৫ বর্গমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছিল বিশাল ফুলের গালিচা। এর আগে ২০১৬ সালে প্রায় ৪ হাজার বর্গমিটারে ফুল-গালিচা বানিয়ে রেকর্ড গড়েছিল ইতালি।
দুবাই ফেস্টিভ্যাল সিটি নামের ওই উৎসবের আহ্বায়ক অনুপ অনীল দেভান জানান, এক লাখ বর্গফুটের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও দুর্ভাগ্যবশত সাত হাজার কেজি ফুল পরিবহনের সময় নষ্ট হওয়ায় তা সম্ভব হয়নি।
গাল্ফ নিউজ জানায়, ফুলের গালিচা বানাতে ভারতের ব্যাঙ্গালুরু থেকে প্লেনে বিশেষ ব্যবস্থায় ৪১ হাজার ৪৪৪ কেজি গাঁদা ফুল আনা হয়।