ফেডারেশন কাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব
- আপডেট সময় : ০৮:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ফেডারেশন কাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে টাইব্রেকে ৭-৬ গোলে হারিয়েছে তারা।
ফেডারেশন কাপে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। কোয়ার্টার ফাইনালে মোহামেডানকে টাইব্রেকে ৭-৬ গোলে হারিয়েছে তারা। এর আগে ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও গোল পায়নি কেউই। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকে।দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। দুই হেভিওয়েট, সাইফ স্পোর্টিং ক্লাব আর মোহামেডানের লড়াই। যার আচ পাওয়া গেছে ম্যাচের শুরু থেকেই। কেন না ম্যাচের মিনিট খানেক পেরুনোর আগেই সাদা-কালোদের বাজিমাত। আতিকুজ্জামানের গোলে।চার মিনিট পর আবারও আক্রমণে মোহামেডান। তবে এবার আর সফল হননি ফরহাদ মনা।
পিছিয়ে থেকে গোল পরিশোধে মরিয়া হয়ে চেষ্টা চালায় সাইফ। অবশ্য ম্যাচে ফিরতেও বেশি সময় অপেক্ষা করতে হয়নি দলটিকে। নাইজেরিয়ান ডিফেন্ডার আরিওয়াচাকুর গোলে ৭ মিনিটে সমতা আর ১১ মিনিটে ক্যানেথের কল্যাণে লিড সাইফ স্পোর্টিং ক্লাবের।প্রথমার্থের পরের সময়টাতেও আক্রমনের পসড়া সাজিয়েছিলেন দুদলের ফুটবলাররা। যা রোমাঞ্চ ছড়িয়েছে ম্যাচে। আপস। তবে, দূরন্ত সাইফ না পারলেও, ঠিক গোল আদায় করেই বিরতিতে গেছে মোহামেডান। শাহেদ মিয়ার কর্নার থেকে সাদা-কালোদের সমতায় ফেরান সোলেমান দিয়াবাতে।
উত্তাপ ছড়ানো ম্যাচের দ্বিতীয়ার্ধটা ছিলো অনেকটাই নিরুত্তাপ। তবে সুযোগ এসেছিলো দুদলের সামনেই। ৬২ মিনিটে ক্যানেথ সহজ সুযোগ হাতছাড়া না করলে লিড নিতে পারতো সাইফ স্পোর্টিং ক্লাব। আপস ৬৭ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিলো মোহামেডানের সামনেও। কিন্তু গোলবার বাধায় ভাগ্য সহায় হয়নি সাদা-কালোদের।৯০ মিনিটে এভাবেই সহজ সুযোগ পায়ে ঠেলে দিলেন জন ওকলি। গোল বঞ্চিত সাইফ স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। তাতে প্রথম কোয়ার্টারের মতো ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত ৩০ মিনিটও রংহীন, গোলশূন্য সমতায়। তাতে আসরে প্রথমবার ম্যাচ গড়ায় টাইব্রেকে।নাটকীয়তার ম্যাচে টাইব্রেকেও ছিলো রোমাঞ্চ। প্রথম পাঁচ শুট আউটে একটি করে মিস করেছে দুদল। তবে দ্বিতীয় ধাপে সফল সাইফ স্পোর্টিং ক্লাব। মোহামেডান ডিফেন্ডার আতিকুজ্জামানের গোল মিসের সুযোগে সেমিফাইনাল নিশ্চিত করে সাইফ স্পোর্টিং ক্লাব।