ফেনী জেনারেল হাসপাতালে চালু হয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ফেনী জেনারেল হাসপাতালে চালু করা হয়েছে কিডনি ডায়ালাইসিস সেন্টার।
সকাল সাড়ে ১১টায় বিভাগটির উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। হাসপাতাল সূত্র জানায়, ফেনী জেনারেল হাসপাতালের ১০ শয্যার হিমোডায়ালাইসিস বিভাগ চালু করা হয়েছে। এখানে প্রতিদিন দুই শিফটে ২০ জন রোগী ডায়ালাইসিস করতে পারবে। প্রতিবার ডায়ালাইসিস করতে পরীক্ষা-নিরীক্ষাসহ ৪শ’ টাকা খরচ হবে। এতে জেলার স্বাস্থ্যসেবায় যোগ হলো নতুন মাত্রা। অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: ওয়াহিদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার রবিউল হক।