ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী হত্যা মামলায় এক আসামীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৬:৫৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
ফেনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মোহাম্মদ সফিউল্যাহ হত্যা মামলায় সোহেল হাওলাদার নামের এক আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। গত বুধবার একই আদালতে যুক্তিতর্কের শুনানি শেষ হয়। সফিউল্যাহ হত্যা মামলার অভিযুক্ত আসামী সোহেল, রাব্বি, রনি ও সাকিব। রাব্বি, রনি ও সাকিব শিশু আদালতে অভিযুক্ত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে রাব্বি, রনি ও সাকিব অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল হক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জাকির হোসাইনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ২০১৯ সালের ২৯ মে রাতে শহরের বারাহীপুর গাজীক্রস রোডের হাসান আলী ভূঁঞা বাড়ির পাশে হক ম্যানশন থেকে সফিউল্যাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার ছেলে আবদুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।