ফেনীতে করোনা উপসর্গে এক নারীসহ দুজনের মৃত্যু
- আপডেট সময় : ১১:৫৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ফেনীতে করোনা উপসর্গে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।
গেল রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার কাশিপুরে এক নারী ও সোনাগাজীর মতিগঞ্জে সাহাবউদ্দিন জ্বর, কাশি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গে মৃত্যুবরণ করেন। সাহাবউদ্দিন সপ্তাহখানেক আগে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে ফেরেন। মৃত্যুর পর স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় দাফন সম্পন্ন নির্দেশ দিয়েছে। অপরদিকে ছাগলনাইয়া উপজেলার কাশিপুর গ্রামের এক নারী জ্বর, কাশি, শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর পর তারও নমুনা সংগ্রহ করা হয়েছে।তাকে বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু ও নতুন করে আরো তিন জনের করোনা সনাক্ত হয়েছে। রবিবার বিকেল ৫টায় জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালায় করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক ওই এলাকার আনুমা মারমার ছেলে সিয়ং প্রু মারামা। তিনি চট্টগ্রামের একটি বেসরকারী ক্লিনিকে স্বাস্থ্য কর্মী হিসেবে কাজ করতেন।
রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের গলাফোলা, জ্বর সহ বিভিন্ন উপসর্গ ছিলো।