ফেনীতে ডিবি পুলিশ কর্তৃক কোটি টাকার স্বর্ণ লুটের মামলায় ফেসেঁ যাচ্ছে উভয় পক্ষ
- আপডেট সময় : ০১:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ফেনীতে ডিবি পুলিশ কর্তৃক কোটি টাকার স্বর্ণ লুটের মামলায় ফেসেঁ যাচ্ছে উভয় পক্ষ। বাদির অভিযোগ, ওসির বাসা থেকে উদ্ধার হওয়া ১৫ টি স্বর্ণ বারের মধ্যে মিয়ানমার লেখা ১০ টি বার তার নয়। তিনি জানান, পুলিশ তার কাছ থেকে শুধু স্বাক্ষর নিয়ে মামলাটি দাখিল করেন। অন্যদিকে, পুলিশ বলছে অভিযোগের পর স্বর্ণগুলো উদ্ধার হয় এবং পরে মামলাটি বাদি নিজেই দাখিল করেন।
গত ৮ আগষ্ট ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর ফ্লাইওভারের নিচে স্বর্ণ ব্যবসায়ী গোপাল চন্দ্র দাসের গাড়ী গতিরোধ করে প্রায় আড়াই কেজি ওজনের ২০ টি স্বর্ণের বার লুন্ঠনের অভিযোগ উঠে। ঘটনায় গ্রেফতার হন ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম সহ ৩ এসআই ও ২ এএসআই। মামলার বাদি গোপাল জানান,ঘটনায় পুলিশ সুপারকে অভিযোগ দিলে ১৫ টি স্বর্ণের বার উদ্ধার হয় ওসির বাসা থেকে। তবে উদ্ধারকৃত মালের মধ্যে ৫ টি ছাড়া মিয়ানমারের তৈরী ১০ টি বার তার নয়। এব্যপারে ডিবির ওসিকে জিজ্ঞাসাবাদ করার দাবী তুলেন তিনি।
এদিকে মিয়ানমারের স্বর্ণ বাংলাদেশে বৈধ কিংবা কেউ বিকিকিনি করছে বলে নজির নেই, জানান ব্যবসায়ী নেতারা।
ঘটনায় সোনার বার ছিলো আরো বেশি। গোপাল চন্দ্র বাদি হয়ে থানায় যে অভিযোগ জমা দিয়েছেন। তার ভিত্তিতে সোনা উদ্ধার, মামলা দেখানোসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। শিগগির মুল রহস্য উদ্ধার হবে এবং প্রকৃত অপরাধীদেরকে বের করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।