ফেনীতে পারিবারিক অশান্তির অজুহাতে ফেসবুক লাইভে স্ত্রী হত্যা মামলায় স্বামী টুটুলের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে ফেনীতে ফেসবুক লাইভে গিয়ে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী ওবায়দুল হক টুটুলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা রায়ে ৫০ হাজার টাকা জরিমানাও করেছেন। আসামীপক্ষ আগামী ৭ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
ফেনী শহরের বারাহিপুর এলাকায় পারিবারিক অশান্তি এবং পরিবারকে ‘ব্ল্যাকমেইল’এর অজুহাত তুলে ২০২০ সালে ১৫ এপ্রিলে ফেসবুক লাইভে আসেন ওবায়দুল হক টুটুল। লাইভে থেকেই স্ত্রী তাহমিনাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন তিনি।
পরে তাহমিনার বাবা সাহাবউদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেন। প্রায় দেড় বছর পর বৃহস্পতিবার সকালে মামলার রায় দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. বেগম জেবুন্নেছা। এসময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র আসামী ওবায়দুল হক টুটুল। কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়।
রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ ও বাদীর আইনজীবী শাহজাহান সাজু। তারা বলেন, দ্বিতীয়বার এমন ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটে সেজন্য দৃষ্টান্ত স্থাপন হয়ে রইলো।
আসামী পক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, রায় একতরফা হয়েছে। উচ্চ আদালতে আপিলের কথাও জানান তিনি।
১৯ অক্টোবর এই হত্যা মামলায় টুটুলের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।