ফেনীতে বন্যার পানি কমে জেগে উঠেছে ক্ষতচিহ্ন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
বন্যার পানি কমলেও ফেনী জেলার পরতে পরতে জেগে উঠেছে ক্ষতচিহ্ন। বাড়িঘর, বসতভিটা হারিয়ে দিশেহারা হাজারো পরিবারের এখন খোলা আকাশের নীচে। পুনরায় ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতার অপেক্ষায় বানভাসি মানুষ।
স্মরণকালের ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও ফেনীতে রেখে গেছে ব্যাপক ক্ষতচিহ্ন।
ফেনীর ফুলগাজী, পরশুরামসহ ৬টি উপজেলার হাজার হাজার ঘর বাড়ির অবস্থা এমন।
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বিজয়পুরের তরুনে এই ভিটেমাটি এখন ধ্বংসস্তুপ।
শুধু তরুনই নয়, উপজেলার উত্তর দৌলতপুরের বাসিন্দা সকিনা বেগমের ঘরটির মতো অধিকাংশই নিয়ে গেছে বানের পানি।
এখন সহায়-সম্বল হারিয়ে দিশেহারা সকিনারা।
ফেনীতে ঘর ও বসতভিটা হারানো এমন হাজার হাজার পরিবার ঘুরে দাঁড়াতে সরকারের সহযোগিতা অপেক্ষায় প্রহর গুনছে।