ফেনীতে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং

- আপডেট সময় : ০৩:১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
ফেনীতে আবারও বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। তবে তাদের অপরাধের দৌরাত্ম্য বন্ধে নানামুখী কার্যক্রম চালাচ্ছে পুলিশ। ইতোমধ্যে ডাটাবেজ তৈরিসহ নিয়মিত চলছে অভিযান। পাশাপাশি সচেতনতা বাড়াতে নেয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম।
হত্যা, চুরি, ছিনতাই, মাদক বেচাকেনা ও ইভটিজিংসহ গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছে ফেনীর কিশোররা। এ সব অপরাধ বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে চলছে চিরুনি অভিযান। এতে অভিনব স্টাইলে চুল রাখা সহ পাড়া মহল্লায় উৎপাত বন্ধে চালানো হচ্ছে ব্যাপক কার্যক্রম।স্থানীয়দের অভিযোগ, কিশোর গ্যাংয়ের দাপটে এখন অতিষ্ঠ ফেনীবাসী।
পাড়ায় মহল্লায় সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে জানান পৌর মেয়র।
এদিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ অক্টোবর শহরের পাঠানবাড়ী এলাকায় টিএন টুয়ান্টি ও পিএসডিবি গ্রুপের মাঝে সংঘর্ষ বাধেঁ। এসময় মারামারিতে ব্যবহার হয় ছুরি,চাপাতিসহ দেশিয় অস্ত্র। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়। ঘটনায় আটক হয় ৫ জন কিশোর।তবে কিশোর অপরাধ দমনে পুলিশ অন্তত ৩০ টি গ্রুপের তালিকা তৈরী করেছে।
অপরাধ করলেও মানববিক দৃষ্টিকোণ থেকে বেশীরভাগ কিশোর ছাড় পেয়ে যায়। কিশোরদের অপরাধ প্রবণতা কমাতে স্কুল কলেজসহ সর্বত্র প্রচারণা বাড়ানোর পাশপাশি সচেতনতা সৃষ্টির তাগিদ দেয়া হচ্ছ বলেও জানান তিনি।