ফেনীতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার নামে চলছে চরম নৈরাজ্য
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনায় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন পরিচালনার নামে ফেনীতে চলছে চরম নৈরাজ্য। ৬০ শতাংশ বাড়ানোর কথা থাকলেও, ভাড়া নেয়া হচ্ছে দ্বিগুণ। স্বাস্থ্যবিধি তোয়াক্কা করছেনা কেউ। এতে করোনা ভাইরাস সংক্রমণের আশংকা করছে সাধারণ যাত্রীরা।জেলা প্রশাসন বলছে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল টার্মিনালে বেশিরভাগ গণপরিবহন মানছে না স্বাস্থ্যবিধি। ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর কথা থাকলেও, আদায় করা হচ্ছে দ্বিগুণ। যানবাহনগুলো গাদাগাদি করে যাত্রী বহন করছে বলে অভিযোগ, ভুক্তভোগীদের।
করোনাকে পুঁজি করে বেশি লাভের আশায় অনেকে নির্দেশনা মানছে না। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান, জেলা প্রশাসক
আগের ভাড়ায় ফিরে যেতে সরকার কার্যকর ব্যবস্থা নেবে বলে আশা করে যাত্রীরা।