ফের বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময়
- আপডেট সময় : ০৩:০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
- / ১৭৮১ বার পড়া হয়েছে
কাঙ্ক্ষিত সাড়া না মেলায় ফের বাড়ানো হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময়। দ্বিতীয় দফায় আরও সাতদিন বাড়িয়ে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হল। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
গত ৮ ফেব্রুয়ারি চলতি বছরের হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭ হাজার ৪২০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৬ হাজার ১৬৪ জন যাত্রী নিবন্ধন করেছেন। এবারই সর্বোচ্চ খরচে হজ পালন করতে হবে। বিমান ভাড়াও গত বছরের চেয়ে প্রায় ৬০ হাজার টাকা বেশি। তাই হজ এজেন্সি, হজযাত্রী সবাই একটু ধীরে এগোচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।