বাজারে ফের বাড়তে শুরু করেছে ভোজ্যতেলের দাম
- আপডেট সময় : ০৪:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ এপ্রিল ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সরকারের কড়া নজরদারির মধ্যেও ফের বাড়তে শুরু করেছে ভোজ্যতেলের দাম। গত এক সপ্তাহে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৫ টাকা। বাজারে তেলের সরবরাহও কম। ডিলাররা গড়িমসি করার পাশাপাশি দামও নিচ্ছে বেশি।
ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে ভ্যাট কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে সরকার। তারপরও বাজারে বেশি দামে তেল বিক্রি করছে ব্যবসায়ীরা। এদিকে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে আবারও দাম বাড়াতে সরকারের কাছে প্রস্তাব দিয়েছে মিল মালিকরা। তবে, নাচক করে দেয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর থেকেই বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে। এখন পাঁচ ও দুই লিটারের বোতল এবং খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।
এক মাসের ব্যবধানে বিশ্বে ভোজ্য তেল, খাদ্যশস্য, চিনি, মাংসসহ খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গড় হার ১৩ শতাংশে পৌঁছেছে। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত মূল্যবৃদ্ধির হার রেকর্ড ছুঁয়েছে।