ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে একটি কমিটি গঠন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কী করা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করেছে হাইকোর্ট। এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ আকারে রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে।
একইসঙ্গে ফেসবুক নিয়ন্ত্রণে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, এ বিষয়ে রিট দায়ের করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান। রিটে বলা হয়, কন্টেন্ট ভাইরাল করে অর্থ পাওয়ার জন্য ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে এবং এতে ব্যক্তির পাশাপাশি দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষুন্ন হচ্ছে। শুনানি শেষে আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠন করে দেয় হাইকোর্ট।