ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু; এখনো হয়নি ঢাকা ও বরিশালের তালিকা
- আপডেট সময় : ০৯:১৯:০১ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
ঢাকা ও বরিশাল বাদে সারাদেশের বিভিন্ন জেলায় প্রায় ৭৫ লাখ দরিদ্র পরিবারের মাঝে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। রমজানে পণ্যমূল্য সহনীয় রাখতে সরকারের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। ২ কেজি করে চিনি, ডাল, ছোলা ও দুই লিটার সয়াবিন তেল পাচ্ছেন ভোক্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, ঈদের আগে ১০ টাকা দরে চালও বিতরণ করবে সরকার।
সারাদেশে এক কোটি নিম্নআয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে দু’দফায় টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু সরকার।
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কার্ডধারীদের মাঝে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বলেন, আমদানী পর্যায়ে ভ্যাট কমানোয় পণ্যের দাম কমপক্ষে ১০ টাকা কমে আসবে।
এদিকে, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা করছে সরকার।এমন মন্তব্য করেছে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। সকালে টাঙ্গাইলের মধুপুরে টিসিবি’র ফ্যামিলি কার্ড বিতরণে মন্ত্রী এ কথা বলেন। আরো বলেন, ঈদের আগে ১০ টাকা কেজিতে চাল বিতরণ করা হবে।
ময়মনসিংহে টিসিবি’র পণ্য ক্রয়ে মানুষদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। জেলায় পণ্য পাবে ৩ লাখ ২ হাজার ৯৭১ জন। এরমধ্যে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে ৭০ হাজার ৪০৯ জন পাবেন এই পণ্য।
কুড়িগ্রামে দু’ধাপে জেলার ৭৩টি ইউনিয়নে ২ লাখ ৭৭ হাজার ৮শ ৮০ জনকে এই পন্য বুঝিয়ে দেয়া হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে নেত্রকোনায় শহরের সাতপাই স্টেডিয়াম মাঠে এই কার্যক্রমের উদ্বোধন হয়। পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের ১ হাজার ৭ শত নিম্ন আয়ের মানুষের মাঝে নিত্য পণ্য সরবরাহ করা হয়।
চাঁদপুরে নিম্নআয়ের পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সকালে সদর উপজেলার রামপুর ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়।
দিনাজপুরে টিসিবি’র উদ্যোগে পণ্য বিতরণ শুরু হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও দুই কেজি চিনির দাম ধরা হয়েছে ৪৬০ টাকা।
হবিগঞ্জে স্থানীয় চিল্ড্রেন পার্ক এলাকায় ৮ শত কার্ডধারী পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য।জেলায় প্রায় ৯২ হাজার কার্ডধারী পরিবারে টিসিবি পণ্য বিতরণ করা হবে।
রমজান উপলক্ষে যশোরেও ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য সরবারহ শুরু হয়েছে।
জেলা প্রশাসক জানান, ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভুর্তুকি মূল্যে এ পণ্য সরবরাহ হচ্ছে।
ঝিনাইদহে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সকালে শহরে কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই।