ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু
- আপডেট সময় : ০৪:২২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। তবে, এবার ট্রাকে নয়, ডিলারের দোকান থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। সকালে দেশজুড়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, বৈশ্বিক সংকটের কোন প্রভাব এই কার্যক্রমে পড়বে না।
রাজধানীর বিভিন্ন ডিলারের দোকান থেকে এভাবে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য কেনে সাধারন মানুষ।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে, বাজারের চেয়ে কিছুটা কম দামে পণ্য কিনতে পারায় খুশি ক্রেতারা।
মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে টিসিবি কার্যক্রম উদ্বোধন করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
টিসিবি’র তেল ও চিনির দাম বাড়ানোর প্রস্তাবনা দেওয়া হয় নি বলে জানান, তিনি।
এবারও ১১০ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল, ৬৫ টাকা কেজিতে মসুর ডাল ও ৫৫ টাকায় এক কেজি চিনি কেনে কার্ডধারীরা।