ফ্রি-ল্যান্সার জয়িতার ক্যামেরায় রাজু ভাষ্কর্যের সামনে শুন্যে ভাসছে ইরা
- আপডেট সময় : ০৬:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ফ্রি-ল্যান্সার জয়িতার ক্যামেরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে শুন্যে ভাসছে ইরা। এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। ছবির মডেল নৃত্য শিল্পী ইরার জন্মস্থান নওগাঁ। সেখানেই অনুশীলন ও বেড়ে উঠা। এবার এইচএসসি পরীক্ষা দেবে সে। নাচ নিয়ে দেশ-বিদেশে খ্যাতি অর্জনই লক্ষ্য তার। তাকে নিয়ে গর্ব করছে নওগাঁবাসী।
নাচের এই ধরনকে বলা হয় ব্যালে। ব্যালে-জিমন্যাস্টিক মিলিয়ে পারফর্ম করেন নওগাঁর নৃত্যশিল্পী মুবাশশীরা কামাল ইরা।
নাচতে ভালোবাসেন তিনি। হাতে খড়ি নওগাঁয় সুলতান মাহমুদের কাছে। পরে ঢাকায় ভারতনাট্যম শেখেন । ২০২১ থেকে সাধনা’র সঙ্গে কাজ করছেন ইরা। নৃত্যের মাধ্যমে দেশকে নতুন কিছু দেয়ার প্রত্যাশা তার।
পড়ালেখা, নৃত্যের পাশাপাশি জীম, স্কেটিং, টেনিস ও ক্রিকেট খেলা পছন্দ তার। আর সবটাতেই সমান পারদর্শী। বাঙালি সংস্কৃতির পাশাপাশি বিশ্বজুড়ে বিশেষ এই নাচে সুনাম করবে ইরা,এমন আশা মায়ের।
নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল থেকে এসএসসিতে পেয়েছেন জিপিএ-৫। এখন পড়ছেন নওগাঁ সরকারী কলেজে। নৃত্যশিল্পীর পাশাপাশি মেয়েকে বিসিএস ক্যাডার হিসেবে দেখতে চান বাবা।
মফস্বল শহরে মধ্যবিত্ত পরিবার থেকে পড়া-লেখা ও অনুশীলন করে সাফল্য এনেছেন একের পর এক। তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করে দেশের সুনাম অর্জন করতে চান এই ব্যালে বালিকা।