‘ফ্রিডম অব দ্য লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রবাসী বাংলাদেশী মুহি মিকদাদ
- আপডেট সময় : ১১:৫৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
লন্ডনে করোনা মহামারির সময় দুই হাজার ঘণ্টা ন্যাশনাল হেল্প সার্ভিস এবং বিভিন্ন সামাজিক কাজে স্বেচ্ছাসেবী হিসেবে অবদান রাখায় ব্রিটেনের সম্মানজনক ‘ফ্রিডম অব দ্য সিটি অব লন্ডন’ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন প্রবাসী বাংলাদেশী মুহি মিকদাদ।
লন্ডনের গিল্ডহলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মুহি মিকদাদের হাতে সম্মাননাটি তুলে দেন ক্লার্ক টু দ্য চ্যাম্বারলেইন। ইস্ট লন্ডনের বাসিন্দা মিকদাদ সেন্ট জনস অ্যাম্বুলেন্সের একজন কোভিড ভ্যাক্সিনেটর। ৩শ’র বেশি সদস্য নিয়ে গঠিত লন্ডন স্পোর্টিফ ক্লাবের পরিচালকের দায়িত্বসহ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির কেরিয়ার লিডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নিজস্ব ফুডব্যাংক সার্ভিসের মাধ্যমে কমিউনিটির নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রীও দিয়ে থাকেন। এ সম্মানজনক পুরস্কার ব্রিটেনের রাজ পরিবারের ১১ জন সদস্য পেয়েছে।এই পর্যন্ত যারা এ সম্মানে ভূষিত হয়েছেন তাদের মধ্যে মিকদাদ হচ্ছেন সর্বকনিষ্ঠ।