ফ্রেঞ্চ ওপেনের নারী এককে ফাইনালে ইগা শোয়ানতেক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুন ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ ওপেনের নারী এককে ফাইনালে বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইগা শোয়ানতেক। সেমিফাইনালে রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে ৬-২, ৬-১ সেটে হারিয়ে দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই টেনিস তারকা।
ফ্রেঞ্চ ওপেনে নারীদের এককে এবার ঘটেছে একের পর এক অঘটন। চতুর্থ রাউন্ডের আগেই বিদায় নিয়েছেন শীর্ষ দশ বাছাইয়ের নয়জন। তবে অঘটনের মৌসুমেও উজ্জ্বল শোয়ানতেক। ফাইনালের পথে মাত্র একটি সেট হেরেছেন তিনি। টেনিসে এই নিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত শোয়ানতেক। ফ্রেঞ্চ ওপেনের অপর সেমিফাইনালে ইতালির মার্টিনা ট্রেভিসানকে ৬-৩, ৬-১ সেটে হারিয়ে ফাইনালে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী টেনিস সেনসেশন কোকো গফ। আগামী রোববার ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে মুখোমুখি হবেন শোয়ানতেক এবং কোকো গফ।