বইমেলার ২৭তম দিনে লেখক-প্রকাশক ও বইপ্রেমীদের পদচারণায় মুখরিত
- আপডেট সময় : ১০:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
অমর একুশে বইমেলার ২৭তম দিনে লেখক-প্রকাশক ও বইপ্রেমীদের পদচারণায় মুখরিত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান চত্তর। আজও প্রকাশিত হয়েছে বেশকিছু নতুন বই। বেলা বাড়তে থাকে আর বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। বই বেচা-বিক্রিতে খুশি ব্যবসায়ীরাও। তবে মেলার নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর অন্তত ছুটির দিনগুলোতে মেয়াদ বাড়ানোর দাবি প্রকাশকদের।
বাঙালীর প্রাণের মেলা অমর একুশের গ্রন্থমেলা। বছরের এই একটা সময়ে কারণে-অকারণে সবাই ছুটে যান বই মেলায়। লেখক, প্রকাশক আর বইপ্রেমীদের মিলন মেলাও বটে। একারণে মেলার শেষের দিকে বইপ্রেমী ও দর্শনার্থীদের উপচে পড়া ভীড় চোখে পড়ে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা চত্বর আর বাংলা একাডেমীর বইয়ের বিভিন্ন স্টলগুলোতে। মেলার মেয়াদ শেষ হয়ে আসছে। এই আয়োজন বসবে আর চারদিন। শেষের দিকে বাড়ছে নতুন বই প্রকাশের সংখ্যা। ২৭তম দিনে এসেছে বেশকিছু নতুন বই। আর বই প্রকাশে নবীন-প্রবীণ লেখক সকলের সারাবছরের অপেক্ষা এই প্রাণের মেলাকে ঘিরেই।
প্রকাশকরা সারা বছর মুখিয়ে থাকে এই মেলার জন্য। এসময় তাদের ব্যবসার পসরা বেশি সাজে। তবে বইমেলায় বেশ কয়েক বছর ধরে রাজনীতি ও মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিভিন্ন ষ্টলে বইয়ের পসরা সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের সহযোগী সংগঠনগুলো। প্রকাশক ও ব্যবসায়ীরা জানান, এবারের বইমেলায় বেচা-বিক্রির পাশাপাশি ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সাড়া ফেলেছে। ২১শে ফেব্রুয়ারির পর প্রতিবছরই মেলা চত্ত্বরে পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি বেড়ে যায়। আজও তার ব্যতিক্রম ছিলো না। তাইতো বইমেলায় এসে প্রিয় লেখকের বই কিনে খুশি বই প্রেমীরাও। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, মুক্তিযুদ্ধ ও সাইন্স ফিকশনের ৯৫টি নতুন বইসহ এপর্যন্ত মেলায় মোট বই এসেছে ৩হাজার ১শ ৭৬টি। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত।