বকেয়া না পাওয়ায় অনিশ্চয়তায় ঝিনাইদহের আখ চাষীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
শিগগিরই শুরু হবে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুম। কিন্তু, এখনও শোধ হয়নি গত মৌসুমে কৃষকদের পাওনা এক কোটি ৫৮ লাখ টাকা। বকেয়া না পাওয়ায় মিলে আখ সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় আছে চাষীরা। এদিকে, আটকে আছে শ্রমিক-কর্মচারীদের দু’মাসের বেতনও। মিল কর্তৃপক্ষ বলছে, শ্রমিকদের এই সমস্যা সহসা মিটবে না।
চার ডিসেম্বর ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনিকলে আখ মাড়াই মৌসুম শুরু হবে। ভালো ফলন পেতে, আখের পরিচর্যায় ব্যস্ত চাষীরা। কিন্তু, এখনও ছ’হাজার কৃষকের গত মৌসুমের এক কোটি ৫৮ লাখ টাকা শোধ করতে পারেনি মিল কর্তৃপক্ষ। এদিকে, দু’মাসের বেতন-ভাতা না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছে মিলের শ্রমিক-কর্মচারিরা।চিনি বিক্রি করে দ্রুতই কৃষকের টাকা শোধ করা যাবে বলে মনে করেন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক।