বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীর ইপিজেডের কুন তং অ্যাপারেলসের গার্মেন্টস শ্রমিকরা।
দুপুরে তারা নারায়ণগঞ্জ-আদমজী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সড়ক অবরোধের সময় বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে বেঁধে গেলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। ফলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহত হন ১৫ জন। শ্রমিকদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে ৬ হাজার ৮শ’ শ্রমিক কর্মরত ছিলেন। করোনা শুরু হওয়ার কিছুদিন পর প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হয়। এখন পর্যন্ত বকেয়া বেতনের মাত্র ৩৩ ভাগ দিলেও বাকি টাকা পরিশোধ না করায় আন্দোলন চলছে।