বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষ করলো অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
এগিয়ে থেকেই বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষ করলো অস্ট্রেলিয়া। প্রথমদিন শেষে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ২৫৭ রান।
মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। শুরুতেই ট্রেন্ট বোল্টের শিকার হয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন জো বার্নস। এরপর ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেন গড়েন ৬০ রানের জুটি। ৪১ করা ওয়ার্নারকে থামান নিল ওয়াগনার। স্টিভেন স্মিথের সাথে তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন লাবুশেন। আউট হন ৬৩ রান করে। হাফ সেঞ্চুরি পূর্ণ করে ৭৭ রানে স্মিথ আর ২৫ রানে অপরাজিত আছেন ট্র্যাভিস হেড। কলিন ডি গ্র্যান্ডহোম নেন দুটি উইকেট। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা।