বগুড়ায় আলু, ডিম, পেঁয়াজের পাইকারি-খুচরা ব্যবসায়ীরা মানছে না সরকার নির্ধারিত দাম
- আপডেট সময় : ০৩:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
কাজীর গরু গোয়ালে নেই, আছে কাগজে কলমে। আলু, ডিম, পেঁয়াজেরও একই দশা। দাম বেঁধে দিয়েও লাগাম টানা যাচ্ছে না দরে। পাইকারি কিংবা খুচরা ব্যবসায়ী কেউ মানছে না নির্ধারিত নতুন দাম। আগের দামেই বগুড়ায় বিক্রি হচ্ছে এসব পণ্য। এদিকে, বাজার তদারকিতে কঠোর হতে মাঠে নামার উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গেলো বছর দেড়েক। প্রতিমুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, ডিম, আলুসহ নিত্য পণ্যের বাজার লাগামহীন। সেই লাগাম টেনে ধরতেই সরকার প্রথমবারের মতো দেশী পেঁয়াজ ৬৫,আলু ৩৬, ডিম ১২ টাকা নির্ধারণ করে। বগুড়ার খুচরা বাজারে দেশী পেঁয়াজ ৮০ টাকা,ভারতীয় ৬৫ টাকা,আলু ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা কমলেও হালি এখনো ৫০ টাকার উপরে। কমেনি সয়াবিন তেলের দামও।
বাজার পরিস্থিতিতে তেঁতে আছেন শ্রমজীবী আর কম আয়ের মানুষরা। তবে ব্যবসায়ীরা বলছেন, আড়ৎদার কিংবা পাইকারী পর্যায়ে এখনো পণ্যের দাম কমেনি। বাজার তদারকি করে নতুন দামে পণ্য বিক্রি করতে ব্যবস্থার নেয়ার কথা জানালেন জেলা বিপণন কর্মকর্তা।বাজার নিয়ন্ত্রণে কার্যকরী উদ্যোগ দেখে স্বস্তিতে ফিরতে চান সাধারণ মানুষ।