বগুড়ায় এবার ভোটার বেড়েছে প্রায় ৩ লাখ
- আপডেট সময় : ০১:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩
- / ১৬৯০ বার পড়া হয়েছে
বগুড়ায় এবার ভোটার বেড়েছে প্রায় ৩ লাখ। সংসদ নির্বাচন ঘনিয়ে আসায় আগ্রহের কেন্দ্রবিন্দুতে এ সব তরুণ ভোটাররা। তাই ভোট নিয়ে তারুণ্যের উচ্ছ্বাস যেমন আছে, তেমনি রয়েছে সুষ্ঠু নির্বাচনের শংকাও। বগুড়া থেকে আরিফ রেহমান প্রতিবেদন। ছবি তুলেছেন জাকারিয়া বিপ্লব।
বগুড়ার সাতটি আসনে নতুন ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৫৫ জন। ভোটে জয়-পরাজয় নির্ধারণ করবে এই তরুণরাই। তবে রাজনৈতিক বিবেচনা না করে পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চান তারা।
ভোট নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে আছেন তরুণরা। কর্মসংস্থান, নাগরিক সমস্যার সমাধান, আর ভোটের সুষ্ঠু পরিবেশ চান তরুণরা।
তবে অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের সকল প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচনী কর্মকর্তা।
২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ভোটার ছিল ২৫ লাখ ৪৬ হাজার ৭৭৯ জন। এবার মোট ভোটার ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪ জন।পুরুষের চেয়ে নারী ভোট বেড়েছে ১৯ হাজার সাতশ’।