বগুড়ায় সবচেয়ে বেশি আলু উৎপাদন হলেও হতাশ স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২২:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বগুড়ায় সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হলেও, হতাশ স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।বাজারে ক্রেতা নেই, দামও কম। মৌসুমের শেষ সময়েও হিমাগারে পর্যাপ্ত আলুর মজুদ আছে।
লাভের আশায় চড়া দামে বীজ আলু কিনে রোপন করে কৃষক। মৌসুমের শুরুতে দাম ছিল প্রতি কেজি ৯ টাকা। ভালো দামের আশায় হিমাগারে মজুদ রাখে অনেকেই।এখন হিমাগারেই পাইকারি আলু বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। অথচ পরিবহন, প্যাকিং আর হিমাগার ভাড়া দিয়ে কেজিতে খরচ পড়ছে প্রায় ১৬ টাকা।
ব্যবসায়ীদের হিসেবে, বৃহত্তর বগুড়ায় ৫৫টি হিমাগারে এখনো অবিক্রিত আছে প্রায় ৭০ শতাংশ আলু। এতে মুলধন হারাচ্ছে ব্যবসায়ীরা।
সরকারিভাবে আলু বিক্রির উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে হিমাগার মালিকরা।
বগুড়ায় এবার ৫৯ হাজার হেক্টর জমিতে উৎপাদন হয়েছে প্রায় ১২ লাখ মেট্রিক টন আলু।