বগুড়ায় স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
চাকুরী যেন সোনার হরিণ। আর হাতে হাতে সেই চাকরি দিতেই বগুড়ায় প্রথমবারের মত আয়োজন করা হয় স্মার্ট কর্মসংস্থান মেলা। যেখানে ভিড় করে হাজার হাজার চাকরি প্রার্থী।সিভি জমা দিয়ে তাৎক্ষণিক চাকরিও পেয়েছেন অনেকে। স্মার্ট দেশ গড়তে এমন উদ্যোগে উচ্ছ্বসিত তরুণরা।
প্রচলিত কথা আছে, মামা, চাচা কিংবা টাকা ছাড়া চাকরি মেলে না। সেই ধারনা পাল্টাতে
বগুড়ায় আয়োজন করা হয় স্মার্ট চাকরি মেলা।শহরের টিটু মিলনায়তনে মেলায় হাজারো চাকুরিপ্রার্থী ভিড় জমায়।
৩৫টি প্রতিষ্ঠান ৫ হাজার জনকে চাকরী দিতে স্টল দেয় মেলায়। লম্বা লাইনে দাঁড়িয়ে তরুণ-তরুণীরা সিভি জমা দেয়। ছয় হাজারের বেশি সিভি জমা পড়ে।
তাৎক্ষণিক ইন্টারভিউ দিয়ে, কয়েকজনকে নিয়োগপত্র দেয়া হয়। এমন আয়োজনে খুশির তরুণ-তরুণীরা।
চাকুরীপ্রার্থী আর চাকরিদাতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতেই এমন উদ্যোগ, জানালেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
বগুড়াকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে আগামী অর্থবছরেই শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টার ও হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরুর কথা জানান জুনায়েদ আহমেদ পলক।