বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলের চেয়ারম্যানের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৫:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলের চেয়ারম্যান হাসান আলী আলালের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ উঠেছে। দোলেমা বেগম নামে এক নারী জানান, আলাল তার লোকজন দিয়ে তাকে বাড়ি ছাড়া করে। এ বিষয়ে থানায় অভিযোগ নিয়ে গেলেও, পুলিশ তা আমলে নেয়নি। যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন হাসান আলী আলাল।
বগুড়া শহরের নিজের বাড়িতে প্রায় ৫০ বছর বসবাস করেন দোলেমা বেগম চম্পা। মায়ের কাছ থেকে পেয়েছেন বাড়িটি। মঙ্গলবার রাত ১২টায় আলালের নেতৃত্বে ভাড়াটে সন্ত্রাসীরা লাঠি-সোটা নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাধা দিলে বাড়ীর মালিক বৃদ্ধা দোলেমা বেগমকে মারধর করে তালা ও সিসি ক্যামেরা ভেঙে ফেলে। পরে গেটের সামনে প্রাচীর তুলে বাড়িটি দখল করে নেয়।
ক্ষতিগ্রস্ত বিধবা শনিবার বগুড়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করেন, বাড়ি থেকে বিতাড়িত হয়ে রাস্তায় রাস্তায় না খেয়ে ঘুরছেন। থানা পুলিশের সাহায্য চেয়েও পাননি।
দখলের অভিযোগ অস্বীকার করে হাসান আলী আলাল দাবি করেন, তাকে হেয় করার জন্যই মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
বসতবাড়ি ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা চান বিধবা দোলেমা বেগম।