বগুড়ার হোটেল-মোটেল ব্যবসায় ক্ষতি

- আপডেট সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
কোটা আন্দোলন ঘিরে এক সপ্তাহেরও বেশি সময় অচলাবস্থা চলছে দেশজুড়ে। বিক্ষোভ, সহিংসতা, কারফিউ’এর আতংকে শহর-বন্দরে কমেছে মানুষের চলাচল। এর বিরূপ প্রভাব পড়েছে বগুড়ার হোটেল-মোটেল ব্যবসায়। বন্ধ রয়েছে শতাধিক প্রতিষ্ঠান।এতে হোটেল মালিকদের প্রতিদিন গুনতে হচ্ছে লোকসান। ক্ষতি কাটাতে সরকারের কাছে ভ্যাট-ট্যাক্স মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়িরা।
বিয়ে, জন্মদিন, সভা, সেমিনার আর প্রতিদিনের সব আনন্দ আয়োজনে সরগম থাকতো বগুড়ার হোটেল মোটেলগুলো। আবার অন্যজেলা থেকে ব্যবসায়িক প্রয়োজনে আসতেন বহু অতিথি। গেল এক সপ্তাহে এর কিছুই নেই। সবগুলোই এখন ক্রেতা শুণ্য। শুন-সান নিরবতা সবখানেই। আলো আঁধারীতে আর জমছে না কফি আড্ডা।
সার্ভিস নেই তাই, অলস বসে আছেন কর্মকর্তা- কর্মচারিরা। মালিকরা বলছেন, আয় না থাকলেও খাবার, বেতন ভাতা দিতে হচ্ছে স্টাফদের। তারও পর সরকারী ট্যাক্স, ভ্যাটসহ অন্তত ১০ রকমের লাইসেন্স ফি। সরকারী সকল ধরনের ট্যাক্স ও ভ্যাট মওকুফের দাবি করলেন হোটেল-মোটেল মালিকদের এই নেতা। হোটেল-মোটেলের নিরাপত্তা জোরদার আর দেশের অচলাবস্থা নিরসনের দাবি করলেন এই ব্যবসায় জড়িতরা।