বগুড়ায় অস্বাভাবিকহারে বেড়েছে কাঁচা মরিচের দাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বগুড়ায় অস্বাভাবিকহারে বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে আড়াই’শো টাকারও বেশি। এ নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। মরিচ চাষে বিখ্যাত জেলায় দামের এউ উর্ধ্বগতি নিয়ে সন্দেহ করছে ক্রেতারা।
কিছুদিন আগেও জেলায় মরিচ বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকা কেজি। এখন দাম হয়েছে ২৪০ থেকে ২৬০ টাকা কেজি। এবারের বন্যায় বগুড়ার পূর্ব এলাকার মরিচের জমিগুলো নষ্ট হয়ে গেছে। বাজার এখন ভারতীয় মরিচের দখলে।প্রতিদিনই আমদানি হচ্ছে শত শত বস্তা মরিচ।
দাম কমাতে সরকারি উদ্যোগের দাবি জানায়, সাধারণ মানুষ। স্থানীয় বাজারে না পাওয়ায়, ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে বলে জানান, এই আমদানিকারক। নতুন মরিচ বাজারে এলেই দাম কমে যাবে বলে জানান, এই কর্মকর্তা। বগুড়ায় ৯৪০ হেক্টর জমিতে মরিচ লাগানো হয়েছে। এতে প্রায় ১০ হাজার মেট্রিক টন ফলনের আশা করা হচ্ছে।